ads

নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ

Rate this post
ads11

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বিক্ষোভ থেকে ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি কামনা করা হলে কয়েকজন এমপি ও ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার উপস্থিত হয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেন

তারা বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিএনপি। সেই সঙ্গে দেশব্যাপী জামায়াত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ সুলতান মাহমুদ শরীফ বলেন,
দেশজুড়ে যে হত্যাযজ্ঞ, সন্ত্রাস ও ধ্বংসলীলা হয়েছে সেগুলোকে থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই।
এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে, তিনি ২০১৮ সালে কোটা বাতিলও করেছেন। পরবর্তীতে তাদের সকল দাবির সঙ্গে একমত। তাহলে এই হত্যাযজ্ঞ কেন।

তিনি আরও বলেন,
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-জামায়াত, যারা ৭১ এর মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি,যারা ৭৫ সালে বঙ্বন্ধুকে হত্যা করেছে। যারা ২১ আগস্টে গ্রেনেড হামলাকারী তারা একযোগ হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল সেই মডেলকে পর্যুদস্ত করতে চায়।

ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারেলাইন নকস এমপিসহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সশরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাত করেন।

নেতৃবৃন্দ তাদের সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা জানান, বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন

বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী প্ল্যাকার্ড হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

ads3
ads12
Scroll to Top