ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের কাছ থেকে জোরপূর্বক বিবৃতি নেওয়ার বিষয়টি গুজব বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবিপ্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলন বন্ধে জোরপূর্বক ছয় সমন্বয়কের কাছ থেকে বিবৃতি নেওয়ার অভিযোগটি গুজব। যারা এ গুজব ছড়িয়েছেন, তাঁদের প্রতি অনুরোধ—গুজব ছড়াবেন না।
হারুন বলেন, এখানে (ডিবি) কাউকে আটকে রাখা হয় না।
তিনি বলেন, ‘এরই মধ্যে তাঁরা (ছয় সমন্বয়ক) একটি বিবৃতি দিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে তাঁরা আর নেই। রবিবার রাত থেকে আমরা গুজব ছড়াতে দেখছি, তাঁরা স্বেচ্ছায় বিবৃতি দেননি। আমরা মনে করি, ডিবি কার্যালয় হলো মানুষের আস্থার জায়গা। মানুষকে হেনস্তা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, তা কখনোই ডিবি করে না, ভবিষ্যতেও করবে না।’
ডিএমপিতে ২৪৩ মামলায় গ্রেপ্তার ২৮২২
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় এ পর্যন্ত ২৪৩টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত দুই হাজার ৮২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য দেন।
র্যাবের অভিযানে আরো ৩৩৪ গ্রেপ্তার
পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গতকাল সকাল পর্যন্ত ৩৩৪ জন নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র পরিচালক আ ন ম ইমরান খান কালের কণ্ঠকে এ তথ্য দেন । তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে ঢাকায় ৮৩ জন, ঢাকার বাইরে ২৫১ জনসহ সারা দেশে ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।